Suvendu Adhikari in Vidhan Sabha: বিধানসভায় 6 বিজেপি বিধায়ক কে সাসপেন্ড, শুভেন্দু বলেছেন 'আমি গর্বিত'
Suvendu Adhikari in Bidhan Sabha: সোমবার অধিবেশনের শুরু থেকেই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে কক্ষ. সন্দেশখালি ইস্যুতে মুখ্যমন্ত্রীর বক্তব্য দাবি করেন বিরোধী দলনেতা. আজ একই সময়ে, বিজেপি বিধায়করা একটি গেঞ্জি পরে অধিবেশন হলে প্রবেশ করেন যাতে 'সাঙ্গে আছি সন্দেশখালি' লেখা ছিল. স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের গেঞ্জি সরানোর অনুরোধ করেন.